হোম > সারা দেশ > ভোলা

পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশুরা হলো ওই বাড়ির মো. হারুনের মেয়ে লামিয়া বেগম (৬) ও একই বাড়িতে বেড়াতে আসা মারজানা বেগম (৬)। লামিয়া বেগম পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল ও মারজানা বেগম দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে। 

শিশু লামিয়া বেগমের বাবা হারুন বলেন, ‘তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। আজ দুপুরে তারা বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে খুঁজতে যাই। এ সময় তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারে শোকের মাতম চলছে। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ