স্কুল ফাঁকি দিয়ে পার্কে যাওয়ায় বরিশাল নগরে অর্ধশত ছাত্র-ছাত্রীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মুক্তিযোদ্ধা পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবির।
সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, ‘নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’