হোম > সারা দেশ > বরিশাল

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের নাম ভাঙিয়ে প্রতারণা করার ঘটনায় আবি আবদুল্লাহ টুকু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নাম ব্যবহার করে হজে পাঠানোর জন্য নগরীর একাধিকজনের কাছে টাকা চেয়েছিল।

আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার গৌরনদী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবি আবদুল্লাহ টুকু নগরের কালিবাড়ি সড়কের আবু সালেহ ধলু মিয়ার ছেলে। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, আবি আবদুল্লাহকে শুক্রবার গৌরনদী পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার শিকার আরাফাত হোসেন নামক একজন তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে টুকুকে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এসআই আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবি আবদুল্লাহ টুকু পানিসম্পদ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। টুকুকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। 

প্রসঙ্গত, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি নাম ব্যবহার করে হজে পাঠানোর জন্য টাকা চেয়ে প্রতারণার বিষটি প্রকাশ পায় চলতি মাসের শুরুতে। প্রতিমন্ত্রীর অনুসারী চারজন দলীয় নেতা গত ৪ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চার থানায় পৃথক চারটি অভিযোগ দেন। 

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ