পিরোজপুরের নেছারাবাদে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ভোর চারটা থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল রোববার রাত বারোটা থেকে শুরু হয় জলোচ্ছ্বাস। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলের শত শত ঘর-বাড়ি দুই থেকে আড়াই ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে।
সকাল ৮টা পর্যন্ত নদীতে জোয়ার পানি বৃদ্ধি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শ বরজ, মাছের পুকুর। এদিকে ঘরে পানি ঢুকে পড়ায় সাপ নিয়েও আতঙ্কে ভুগছে মানুষ।
এদিকে জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বাজার ও অধিকাংশ সড়কও তলিয়ে গেছে।