Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

এইচএসসির ফল জানতে পারলেন না তানভীর, মারা গেলেন ডেঙ্গুতে

পিরোজপুর প্রতিনিধি

এইচএসসির ফল জানতে পারলেন না তানভীর, মারা গেলেন ডেঙ্গুতে

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত মো. তানভীর (১৮) এইচএসসি ফলপ্রত্যাশী ছিল। তিনি পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিল। ঢাকাতে থাকা অবস্থায় তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় তিনি পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হন। আজ মঙ্গলবার সকাল ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। আজ তার মৃত্যু হয়। তানভীর খুলনার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ তার এইচএসসির ফলাফল প্রকাশের দিন।

আরএমও জানান, পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ রোগী। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫। তাদের মধ্যে আজ একজন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি অবস্থায় মারা গেছেন ১ জন।

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা