Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে প্রান্তিক পরীক্ষার পরদিন মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে প্রান্তিক পরীক্ষার পরদিন মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার কালীবাড়ী গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার কালীবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষে হয়। ওই দিন রাতের খাবার খেয়ে মরিয়ম নিজ কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগতে ডাকাডাকি করে। কিন্তু তিনি মেয়ের সাড়া-শব্দ পাচ্ছিলেন না। 

পরে মা দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ওই বাড়িতে গতকাল রাতে ঝগড়া ঝাঁটি ও ডাকাডাকির শব্দ শুনেছি। 

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লার বলেন, ‘কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানি না।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ