হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে মাদ্রাসা সুপারের ওপর দুর্বৃত্তদের হামলা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন নামের এক মাদ্রাসার সুপার। তিনি উপজেলার সংনা রধুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের আরএসডিএম মাদ্রাসার সুপার। আজ সোমবার মাদ্রাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ সোমবার মাদ্রাসার সামনে একটি দোকানে তিনি চা খাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ নিয়ে মাওলানা দেলোয়ার হোসেন বলেন, ‘১ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে কমিটির সব সদস্য ও প্রার্থীরা উপস্থিত হয়েছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের সমর্থিত এক প্রার্থীর পক্ষে পর্যাপ্ত ভোট না থাকায় তাঁর সঙ্গে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া হাসির মতবিরোধ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার মধ্যস্থতায় নির্বাচন স্থগিত করা হয়। এর জেরেই হামলা হয়েছে। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুস্তম আলী আমাকে উদ্ধার করেন।’

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ