Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঘরের পানির ড্রামে ১ মাসের শিশুর মরদেহ, থানায় বাবা-মা চাচা-চাচি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ঘরের পানির ড্রামে ১ মাসের শিশুর মরদেহ, থানায় বাবা-মা চাচা-চাচি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পানির ড্রামের ভেতর থেকে ১ মাস ৩ দিন বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সম্পর্কে জানতে ওই শিশুর বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় নিয়েছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রামে নিজ ঘরে পানির ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস। 

নবজাতকের দাদি মালতী বলেন, ‘সকালে নাতিকে আমার নাতিকে ওর মা নমিতা থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। এ সময় আমি নাতিকে রেখে গোসলে যাই। তখন ঘরে আমার মেজো ছেলে সুমন্ত স্ত্রী লিপি তাঁর দেড় বছর বয়সী বাচ্চাকে খাওয়াচ্ছিল। আর কেউ ঘরে ছিল না। হঠাৎ ঘরে এসে নমিতা আমার নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি করে। এরই মধ্যে মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরে আমার দুই ছেলে। পরে সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে আমাদের ঘরের পানির ড্রামের মধ্যে আমার নাতিকে দেখতে পায় ওর চাচা সুমন্ত। পরে খবর পেয়ে পুলিশ এসে আমার দুই ছেলে ও তাদের বউকে থানায় নিয়ে গেছে।’ 

এ বিষয়ে ইউপি সদস্য মৃদুল মজুমদার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘শিশুটির বাবার নাম সুকান্ত দেবনাথ এবং মায়ের নাম নমিতা দাস। তাঁরা কৃষি কাজ করেন। সকাল দশটার দিকে নমিতা শিশুটিকে ঘরের বারান্দায় ঘাটে শুইয়ে থালা-বাসন ধোয়ার জন্য ঘাটে যায়। কিছুক্ষণ পরে নমিতা ঘরে এসে বাচ্চা না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর তাদের খাবার ঘরের ৩০ লিটারের একটি পানির ড্রামের মধ্যে শিশুটির মরদেহ পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।’ 

ইউপি চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী বলেন, ‘বাচ্চাটি খোঁজাখুঁজি করে না পেলে কিছুক্ষণ পর নিজেদের ঘরের পানির ড্রামে তার লাশ পাওয়া যায়। আমি খবর শুনে থানায় জানিয়ে পুলিশ পাঠিয়েছি।’ 

এ ঘটনার ব্যাপারে নেছারাবাদ কাউখালি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন (পিপিএম) বলেন, ‘খবর পেয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। বিষয়টি জানার জন্য শিশুটির বাবা-মাসহ চাচা-চাচিকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক