হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থীসহ ৬ জনকে জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী ইফতেকার হাসানসহ ছয়জনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাঁদের এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আমতলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ৩০ হাজার টাকাসহ ছয়জনকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মেয়র প্রার্থী নাজমুল আহসান খান ও মতিয়ার রহমানের সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে আসছিলেন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালান।

এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র প্রার্থী ইফতেকার হাসানকে ৩০ হাজার টাকা এবং অপর মেয়র প্রার্থী মতিয়ার রহমানের এক সমর্থককে ২০ হাজার টাকা ও মেয়র প্রার্থী নাজমুল আহসান খানের এক সমর্থককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রায় হেলমেট ব্যবহার না করায় মেয়র প্রার্থী মতিয়ার রহমানের তিনজন সমর্থককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে প্রশাসনের লোকজন জানান।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন