হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে নিখোঁজ কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নিখোঁজ এক স্কুলছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পিরোজপুর পুলিশ সুপারের তত্ত্বাবধানে উদ্ধার স্কুলছাত্রীকে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান। 

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় চাঁদমারি এলাকা থেকে রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ওই ছাত্রী পিরোজপুরের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

স্কুলছাত্রীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামাজপুরের হোরের হাওলা এলাকায়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে কোনো সন্ধান না পাওয়ায় তার স্বজনেরা পুলিশ সুপারের কার্যালয় আসেন এবং পুলিশের শরণাপন্ন হয়। তাৎক্ষণিক পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান জানান তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালি থানার সহায়তায় বরিশাল চাঁদমারী এলাকা থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে আজ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

নিখোঁজ মেয়েকে পেয়ে খুশি তার পরিবার। এ সময় তাঁরা পিরোজপুর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন