ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার ঘটনায় সেই ছাত্রলীগ নেতা আলী ইমাম খান অণুকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে আল ইমাম খান অণুকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা শাখা) তাঁর কৃতকর্মের কারণে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বলেন, ‘নিহত নারীর বাবার দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে তাঁকে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অণু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানিয়েছে, পরকীয়ার কারণে সে একাই স্ত্রীকে হত্যা করেছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের ব্যাগ তল্লাশি করে
একটি নতুন চাকুও উদ্ধার করা হয়েছে।’