পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা।
কর্মসূচি শুরুর আগে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের।
বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগমুহূর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে যুবদল ও ছাত্রদলের চার নেতা গুরুতর আহত হন।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাক্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙেছে জানা নেই।’