Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা।  

কর্মসূচি শুরুর আগে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের। 

বিলকিস জাহান শিরিন বলেন, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগমুহূর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে যুবদল ও ছাত্রদলের চার নেতা গুরুতর আহত হন। 

ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়ির গ্লাস ভাঙচুর। ছবি: সংগৃহীত অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল আজকের পত্রিকাকে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে প্রবেশের সময় দেখেন পোস্ট অফিস সড়কে বিএনপি-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় সাধারণ মানুষের চলাচলে সমস্যার কারণে বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে তাঁরা কিছুই জানে না। 

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে বাক্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুড়ে একটি গাড়ির গ্লাস ভেঙেছে জানা নেই।’

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের