পিরোজপুর জেলার ৭টি থানার সব কটিতেই সীমিত পরিসরে কার্যক্রম চালু হয়েছে পুলিশের। আজ শনিবার থেকে পিরোজপুরের সদর থানা, নেছারাবাদ থানা, নাজিরপুর থানা, কাউখালী থানা, ইন্দুরকানী থানা, ভান্ডারিয়া থানা এবং মঠবাড়িয়া থানায় সীমিত পরিসরে কাজ শুরু করেছে পুলিশ। তাঁদের সাহায্য করছে সেনাবাহিনী।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তারা সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছেন। এখন সেনাবাহিনীর সঙ্গে পুলিশ সদস্যরা পেট্রলিং করছে।
এদিকে বিএনসিসির সদস্যসহ শিক্ষার্থীরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে।