হোম > সারা দেশ > পটুয়াখালী

পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসব। আজ শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী-পুরুষ এই স্নানে অংশ নেন।

এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরীতকী, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

স্নানে অংশ নেওয়া আমতলী থেকে আসা পুণ্যার্থী সুবিমল সরকার বলেন, ‘পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপালাভের আশায় স্নান করেছি।’

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছেন। রাতে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে স্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ