Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

ভোলা প্রতিনিধি

মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুরে আলম ও মো. সিয়াম নামে দুজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ড্রেজারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন বিআইডব্লিউটিএ ডুবুরি  দল। এর আগে গত শনিবার রাতে এই ড্রেজারডুবির ঘটনা ঘটে।

ভোলার ইলিশা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা স্থানীয় ডুবুরি  ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুর ও সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে নদীর স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। উদ্ধার হওয়া দুজনের  লাশ ময়নাতদন্ত  শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এর আগে গতকাল সোমবার সকাল ও বিকেলে দুই দফায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস নদীতে অভিযান চালায়। এ সময় তারা ডুবে যাওয়া ড্রেজারটির সন্ধান পায়। কিন্তু স্রোতের কারণে ড্রেজারের ভেতরে যাওয়া সম্ভব হয়নি। 

উল্লেখ্য, শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালুমহাল এলাকায় অন্য জাহাজের ধাক্কায় পাঁচ শ্রমিকসহ ড্রেজারটি ডুবে যায়। এরপর নিখোঁজদের সন্ধানে নামে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর ডুবুরি ও স্থানীয় ডুবুরিরা। 

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভোলার মেঘনায় ড্রেজারডুবির ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের