হোম > সারা দেশ > বরিশাল

পর্যটক নিরাপত্তায় কুয়াকাটায় উদ্ধার কর্মী টিম তৈরি 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের সেবার মান বাড়াতে উদ্ধারকারী টিম তৈরি করা হয়েছে। সমুদ্র সৈকতে গোসলে নেমে দুর্ঘটনায় শিকার পর্যটকদের উদ্ধারে অভিজ্ঞতা সম্পন্ন ১২ জন স্বেচ্ছাসেবী নিয়ে এই টিম তৈরি করে টুরিস্ট পুলিশ।

গতকাল সোমবার বিকেলে উদ্ধারকর্মী এই টিমের লিডার মো. লিটন খানকে টিশার্ট দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন টুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক আবু হাসনাইন পারভেজ, হুমায়ুন কবির ও গণমাধ্যম কর্মীরা।

জানা যায়, কুয়াকাটা সৈকতে বেড়াতে এসে সাঁতার না জানায় বিগত দিনে অনেক পর্যটক দুর্ঘটনার স্বীকার হয়েছেন। এমনকি মৃত্যু হয়েছে অনেকের। তাই সৈকতে স্পিডবোট এবং স্কেটি চালকদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘদিন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত ১২ জনকে নিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকর্মী টিম গঠন করা হয়। উদ্ধারকর্মী টিমকে সার্বিক নিয়ন্ত্রণ করবে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।

উদ্ধারকর্মী সাইফুল ইসলাম বলেন, ‘কুয়াকাটা সৈকতে স্পিডবোট চালাই। আমরা সৈকতে অনেক দুর্ঘটনার শিকার পর্যটকদের উদ্ধার করেছি। এখন আমাদের মধ্যে থেকে ১২ জনকে উদ্ধার কর্মী হিসেবে বেছে নিয়েছে।’

উদ্ধারকর্মী টিমের লিডার মো. লিটন খান বলেন, ‘কুয়াকাটা সৈকতে সরকারি উদ্ধারকর্মী কোনো দল নেই। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই উদ্ধার কর্মী হিসেবে কাজ করে আসছি স্বেচ্ছায়। আজকে টুরিস্ট পুলিশের মাধ্যমে আমরা উদ্ধার কর্মী হিসেবে স্বীকৃতি পেলাম। সরকার যদি আমাদের এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে তাহলে পর্যটকদের পুরোপুরি নিরাপত্তা দিতে পারব।’

টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, কুয়াকাটা সৈকতের পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা সার্বক্ষণিক কাজ করছি। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার স্বীকার এবং সাঁতার না জানা পর্যটকেরা বিভিন্ন সময়ে গভীর সমুদ্র চলে যান। উদ্ধার কাজ আমাদের পক্ষে সব সময় সম্ভব না হওয়ার কারণে প্রশিক্ষিত ১২ জন উদ্ধারকর্মী নিয়োগ করেছি। তাঁরা অনেক সময় এই সৈকতে উদ্ধার কাজে ভূমিকা রেখেছে। আমরা চেষ্টা করব তাঁদের আরও সহযোগিতা করে কুয়াকাটাতে পর্যটকদের শতভাগ নিরাপত্তা দিতে।’

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন