হোম > সারা দেশ > বরগুনা

স্কুলে এসেও মারামারি করেন শিক্ষক দম্পতি, অবশেষে দুজনকেই বদলি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অবশেষে আমতলী উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতিকে বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই দুই শিক্ষক নতুন স্কুলে রোববারই (২৭ আগস্ট) যোগদান করেছেন। এতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অনেকেই শিক্ষক দম্পতির বদলিতে খুশি হওয়ার কথা জানিয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী সহকারী শিক্ষিকা নুরুননাহার সিদ্দিকা নিরু দম্পতির মধ্যে দাম্পত্য কলহ রয়েছে। তাঁরা বিদ্যালয় এসে প্রায়ই মারামারি করেন এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। 

শিক্ষক দম্পতির এমন কর্মকাণ্ডে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট ও লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দেয়। 

অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তদন্তে সত্যতা পান। পরে ওই দুই শিক্ষককে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে (প্রেষণ) বদলি করা হয়। 

রোববার শিক্ষক সিদ্দিকুর রহমান উত্তর পূর্ব চিলা এবং নুরুননাহার সিদ্দিকা নিরু গেড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন। 

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সফিউল আলম বলেন, ‘ওই শিক্ষক দম্পতিকে অন্য বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগ দিয়েছেন।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ