হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে এসএসসি পরীক্ষার্থী ও গৃহবধূর লাশ উদ্ধার 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে মিথিলা মজুমদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে লালমোহন পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দীপক মজুমদারের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মিথিলাকে ঘরে রেখে পাশের মন্দিরের কীর্তনে যান বাবা-মা। এর কিছু সময় ফিরে তাঁরা দেখেন মিথিলার রুমের দরজা বন্ধ। এরপর তাঁদের অনেক ডাকাডাকির পরেও মেয়ে দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাবা। তিনি গিয়ে মিথিলাকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে, সেখান থেকে নামিয়ে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক মিথিলাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে ওষুধ ভেবে কীটনাশক পান করেন মোসা. আয়েশা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ। ঘটনার পর ওই গৃহবধূকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। তবে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান গৃহবধূ আয়েশা বেগম। তিনি ওই ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের মো. শাহে আলমের স্ত্রী। 

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছিল। তবে অভিযোগ না থাকায় মরহেদগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন