Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলম।

ঝালকাঠির কাঁঠালিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি শামসুল আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার রাতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনার সভাপতির দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২৪ আগস্ট আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু বর্তমানে আপনি পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যাহার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। এমতবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতির পদসহ সকল সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হইলো।’

এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘বহিষ্কার করার আগে সাংগঠনিকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেটা না করেই আমাকে অব্যাহতি দিয়েছে। আর বিএনপি নেতাদের যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার বাদী অন্য একজন। আমি দীর্ঘদিন ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি। আমার কাছে পদ পদবি কিছুই না। আমি আগেও বিএনপি করেছি এখনো করব।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, ‘তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছেন। তাই থাকে দল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা