হোম > সারা দেশ > বরিশাল

রিকশা ছিনতাইয়ের জন্য বন্ধুকে খুন করে ৪ কিশোর: পুলিশ

নিজন্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে দুই মাস আগে নিখোঁজ কিশোর সোহেল ফরাজীর (১৫) কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠির সীমানা বরিশাল-পটুয়াখালী সড়কের খয়রাবাদ নদীর তীর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। 

এর আগে, সোহেলের নিখোঁজের ঘটনায় আটক হয় তার বন্ধু ইমরান খান। তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইমরান জানিয়েছে, তার চার বন্ধু দুই মাস আগে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন সোহেলকে সেতুর নিচে নদীর তীরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ খুন করে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সোহেলের মা মুকুল বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমরান ছাড়া নতুন কেউ গ্রেপ্তার নেই। 

নিহত সোহেল বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আটক ইমরান একই এলাকার নান্না খানের ছেলে। 

সোহেলের ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল আগে ট্রাকচালকের সহকারীর কাজ করত। চালক বিদেশ যাওয়ায় সে বেকার ছিল। দুই মাস আগে সোহেলকে তার কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। সোহেল তার বাবার ভাড়ায় চালিত ব্যাটারি রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার বন্ধুরাও নিখোঁজ ছিল। 

সোহেলের পিতা ফরিদ ফরাজী জানান, কয়েক দিন আগে গোপনে ইমরান বাসায় ফিরে। তাকে আটক করে স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হলে সে সোহেলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তার দেখানো জায়গা অনুযায়ী খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। 

ইমরান পুলিশকে বলেছে, সে ও অপর তিন বন্ধু হৃদয়, বাপ্পি ও রাকিব সোহেলের বাবার রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘুরতে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে খয়রাবাদ সেতুতে নিয়ে যাওয়া হয়। এলাকাটি নির্জন হওয়ায় সেখানে তারা নিরাপদ মনে করে। সেতুর নিচে গিয়ে ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস খাওয়ানো হয় সোহেলকে। সে অচেতন হলে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রিকশাসহ পালিয়ে আসে। পরে রিকশাটি বিক্রি করে তারা আত্মগোপন করে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন