Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

কাঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

কাঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে, চরম দুর্ভোগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রিজটি পাথর ভর্তি ট্রলিসহ ভেঙে খালে পড়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি ট্রলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিসহ খালে পড়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। 

স্থানীয় আরেক বাসিন্দা মনোজ হালদার বলেন, এই সড়ক ব্যতীত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যবস্থা নেই। তাই এখন মানুষের দুর্ভোগের শেষ নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়। 

আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তাদের আসার কথা রয়েছে। 

চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’ 

উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক