পিরোজপুরের ভান্ডারিয়ার খালে কচুরিপানা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, ‘তাঁর পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা ছিল। ঘটনাস্থল থেকে একজোড়া জুতা ও গায়ের চাদর উদ্ধার করা হয়।’
মাসখানেক আগে তাঁকে হত্যা করে লাশ ধানখেতে ফেলা হয়েছে বলে তাঁর ধারণা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পলাশ মিত্র আজকের পত্রিকাকে বলেন, সকালে নাথপাড়া এলাকায় ধানখেতে ধান কাটতে যান স্থানীয় কৃষকেরা। তাঁরা পাশের খালে কচুরিপানায় লাশটি পড়ে থাকতে দেখেন।