বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয় বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা সরকারের সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ এনে এ মামলা করেছেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু।
মামলায় উল্লেখযোগ্য আসামি হচ্ছেন-মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মো. শাহাজান সোহেল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. আবি আব্দুল্লাহ দোলন, ৯ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনির জোমাদ্দার ও সাবেক সংসদ সদস্যের ভাই মনজ দেবনাথ।
মামলার বাদী বিএনপি নেতা দিনু জানান, ২০২২ সালে মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে মধ্যবাজার এলাকায় তাঁর চৌধুরী ব্রিকসের অফিসে হামলা-ভাঙচুর ও লুট করা হয়। এতে তাঁর ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মামলা করতে পারেননি তিনি।
মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, বিএনপি নেতার অফিস কক্ষে হামলা-ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্যসহ নামধারী ৪৫ জন ও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।