হোম > সারা দেশ > বরিশাল

বন্ধের ৮ বছরেও বকেয়া পায়নি এ্যাজাক্স জুট মিলের শ্রমিকেরা 

খুলনা প্রতিনিধি

বন্ধের আট বছরেও বকেয়া পাওনা পাননি খুলনার বেসরকারি এ্যাজাক্স জুট মিলের ৬১০ জন শ্রমিক। দীর্ঘ সময়ে পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ছয় শতাধিক শ্রমিক-কর্মচারী। 

জানা গেছে, খুলনার শিরোমনিতে বেসরকারি এ্যাজাক্স জুট মিল লোকসানের অজুহাতে ২০১৩ সালে বন্ধ ঘোষণা করেন মালিক কাওসার জামান বাবলা। ওই সময় মিলে কর্মরত শ্রমিকের বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দেয় মালিকপক্ষ। কিন্তু বন্ধের আট বছর পরও টাকা পরিশোধ করা হয়নি। 

এদিকে, ২০১৫ সালের ৬ ডিসেম্বর কাওসার জামান বাবলা মিলটি মান্নান তালুকদারের কাছে বিক্রি করে দেন। মান্নান তালুকদার মিলটি কেনার পর ১ হাজার ৩৫০ জন শ্রমিকের পাওনা পরিশোধ করেন। তারপর গত সাড়ে সাত বছরেও বকেয়া পাননি মিলের বাকি ৬১০ জন শ্রমিক-কর্মচারী। বকেয়া পাওনার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর কাওসার জামান বাবলা এবং ১৩ জন শ্রমিক মান্নান তালুকদারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছেন। সেই মামলা বিচারাধীন। সম্প্রতি দুদকের মামলায় মান্নান তালুকদার কারাগারে। এখন শ্রমিকেরা বকেয়া পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়ার আশায় শ্রমিকেরা বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। 

এ ব্যাপারে মিলের কর্মচারী মো. হায়দার আলী বলেন, ‘সাত বছর ধরে অপেক্ষায় আছি কবে বকেয়া পাব? কিন্তু এখনো পাইনি, শুধুই আশ্বাস মিলেছে।’ 

মিলের সাবেক সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদ বলেন, বন্ধের সময় ঘোষণা ছিল এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু সাত বছরেও পরিশোধ করা হয়নি। 

মিলের শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ বলেন, ‘বকেয়ার জন্য রাজপথে বহুবার আন্দোলন করেছি। মিছিল, মিটিং, সমাবেশ, রাজপথ অবরোধসহ অনেক কিছু করেছি। কিন্তু কোনো কিছুতেই পাওনা পাওয়া যায়নি। আবারও রাজপথে আন্দোলন করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ 

ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল খান বলেন, মিলে বর্তমানে সব মিলিয়ে শ্রমিকদের পাওনা রয়েছে ১৫ কোটি টাকা। এই টাকার জন্য শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করছেন। বকেয়া পাওনা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। আবারও বকেয়া আদায়ে শ্রমিকেরা রাজপথে নামবেন। 

বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকেরা যাতে তাঁদের পাওনা বুঝে পান সেই চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। 

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০