হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দি উপজেলার থানা-পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌর বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, বিকাশ ও জিনের বাদশা সেজে প্রতারণা এবং জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন ফকিরের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন আজকের পত্রিকার বোরহানউদ্দিন উপজেলার প্রতিনিধি সাংবাদিক মো. সাইফুল ইসলাম আকাশ, বিআরডিবির চেয়ারম্যান জসিমউদ্দিন উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন