হোম > সারা দেশ > পিরোজপুর

সাবেক মন্ত্রী শ ম রেজাউলসহ ৪০ জনের নামে বিস্ফোরক মামলা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তাঁর দুই ভাইসহ ৪০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫০-১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আসামিরা হলেন–সাবেক মৎস্যমন্ত্রী শ ম রেজাউল করিম, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন, মেজ ভাই মো. নজরুল ইসলাম বাবুল শেখ (৬০), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু (৪৪), উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস (৩২), সাধারণ সম্পাদক আল আমিন (২৮), যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস প্রমুখ। 

মামলার এজাহারে জানা গেছে, ২০২২ সালের ৯ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির সভা শেষে নেতা কর্মীরা চলে যায়। বিকেল অনুমান ৬টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ ম রেজাউল করিমের হুকুমে ২, ৪, ৫, ৩৯ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা রামদা, শাবল, লাঠি, লোহর রড, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে বিএনপির অফিসে হামলা করে। 

আসামিরা অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও মালামাল লুট করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ প্রায় দুই শতাধিক নেতা কর্মী আহত হন।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ