Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

এক বোঁটাতেই ১৭ লাউ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

এক বোঁটাতেই ১৭ লাউ
বরিশালের মুলাদী পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার একটি বাড়িতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।

লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।

শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।

কুয়াকাটা সৈকত দখল করে মার্কেট

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল গ্রেপ্তার

কর্মস্থলে ফিরতে বরিশালে লঞ্চে যাত্রীর ঢল

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় ব্যবসায়ী নিহত

ভোলায় অস্ত্র, হাতবোমাসহ বিএনপির ৫ নেতা-কর্মী আটক

বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আলতাফ হোসেন চৌধুরী

ছুটি চাওয়ায় বান্দরবানে বদলির হুমকি, কারারক্ষীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদের ছুটিতে তালতলীর একই মহল্লার ৯ বাড়িতে চুরি

মসজিদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা