বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র পক্ষে বরিশালের বিভিন্ন উপজেলায় মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো। ইউএনও’র নির্দেশে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হামলা, মামলার প্রতিবাদে বরিশালের উজিরপুর, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুর: আজ শুক্রবার সকাল ১০টায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি উজিরপুর-সাতলা সড়কের পৌরসভার টেম্পোস্ট্যান্ড এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন ব্যাপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আ: হাকিম সেরনিয়াবাদ, অশোক কুমার হাওলাদার, যুগ্ম-সম্পাদক অ্যাড. সালাউদ্দিন শিপু, যুবলীগের সাধারণ সম্পাদকও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা অভিযুক্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানকে বিএনপি-জামায়াতের এজেন্ট আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর কাছে ইউএনও’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তিসহ দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন। অন্যথায় গোটা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেন।
নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল শুরু করেন। মিছিলটি রহমতপুর মীরগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সিসহ উপজেলা ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাবলিগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।