হোম > সারা দেশ > বরিশাল

পুকুরে নিখোঁজ শিশুর লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গৌরনদী প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে ১০ দিন আগে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহত তাসলিমা আক্তার মাহি (১০) স্থানীয় সবুজ সরদারের মেয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত ১৪ ডিসেম্বর রাতে পার্শ্ববর্তী কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় মাহির বাবা ১৬ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দা হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার বাড়ির পাশের পুকুরে মাহির মরদেহ ভাসতে দেখে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে জানায়।

মাহির বাবা সবুজ সরদার বলেন, ‘আমার মেয়ে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হয়। অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি। আজ পুকুরে মেয়ের মরদেহ পাওয়া গেল। আমি দোষীদের দ্রুত শাস্তি চাই।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলেছে।

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

সেকশন