হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় মৎস্য মার্কেটে আবারও অগ্নিকাণ্ড, পুড়ল ২৩ আড়ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মৎস্য মার্কেটে আবারও অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আড়ত পট্টিতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, আজানের সময় হঠাৎই আগুন দেখা যায়। জাপান মৎস্য আড়ত থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। এর কিছু সময় পর পুরো আড়ত পট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিয়ন্ত্রণে নেওয়ার আগেই অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া একাধিক ঘর আগুনে আংশিক পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্তরা দোকানিরা জানিয়েছেন, অনেক ঘরের সামনে মাছ সংরক্ষণের কর্কশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। মহিপুরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান তাঁরা। 

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ইলিয়াস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি। 

উল্লেখ্য, এর আগে গত ৩ মার্চ মধ্যরাতে মহিপুর মৎস্যবন্দরে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে যায় এবং অনেক টাকার ক্ষতি হয়।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ