হোম > সারা দেশ > বরিশাল

আওয়ামী লীগের দুর্গে জনসভায় বিএনপির নেতা-কর্মীদের ঢল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার বিকেলে জনসভার আয়োজন করেছে উপজেলা বিএনপি। স্থানীয়ভাবে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই উপজেলায় অনুষ্ঠিত জনসভায় বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। জনসভার আগেই হাজার হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলে সভাস্থল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের কথা শোনার জন্য মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মানুষের ভিড়ে।

জনসভায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব ফরাজি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি ওহাব চোধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন, সদস্যসচিব শামীম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জোবায়ের হোসেন আককাচ, কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামন মনির, শ্রমিক দলের আহ্বায়ক অলিউল ইসলাম, ছাত্রদলের সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ১৫ বছর ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে মামলা-হামলা, গুম, জেল, জুলুম, হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর বিএনপি ও সমমনা দল তাদের বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। সব সময় জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে থাকে। জনগণের আস্থা আছে বলেই ফ্যাসিবাদ স্বৈরশাসক শেখ হাসিনার শত নির্যাতন সহ্য করে আজও রাজপথে জনগণের পাশে আছে বিএনপি।

পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী-৩ আসনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন, তাঁকে মনোনয়ন দেবেন বলে জনসভায় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের জানান হাসান মামুন। তিনি সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

সেকশন