হোম > সারা দেশ > ভোলা

ফেসবুক আইডি হ্যাক করে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নামের একটি আইডি হ্যাক করে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মিলি সিকদার নামের এক সংবাদকর্মী। 

গতকাল মঙ্গলবার দুপুরে ওই আইডি থেকে এসব অপপ্রচার করা হয়। পরে নিজের ব্যক্তিগত আইডি ব্যবহার করে এমন কুরুচিপূর্ণ অপপ্রচার করার প্রতিবাদে রাতেই লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মিলি সিকদার। 

সংবাদ সম্মেলনে মিলি সিকদার বলেন, ‘সাংবাদিক মিলি সিকদার’ নামে তাঁর একটি ফেসবুক আইডি ছিল। ওই আইডি হ্যাক করে প্রায় দুই মাস আগে ভোলা-২ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। পরে ওই ঘটনায় হ্যাক আইডির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় আইসিটি আইনে মামলা দায়ের করা হয়। 

এত দিন অপপ্রচার বন্ধ রাখার পর ওই আইডির আগের নাম পরিবর্তন করে ‘জার্নালিস্ট মিলি সিকদার’ নাম ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি তাঁর নজরে এলে প্রথমে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। 

মিলি সিকদার জানান, তাঁকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এ জন্য তাঁর আইডি হ্যাক করে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর নামে অপপ্রচার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হ্যাকিংয়ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার দাবি করেন মিলি সিকদার। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ