হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় সেচ পাম্প নিয়ে চাঁদাবাজির অভিযোগ

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে সেচ ব্লক থেকে সেচ পাম্পসহ পাইপ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ইজাবুল মিয়া অভিযোগ করেন, চাঁদাবাজদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাঁরা সেচ পাম্প নিয়ে গেছেন।

ইজাবুল মিয়া জানান, দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ইরি ব্লকের সেচ কার্যক্রম পরিচালনা করে আসছেন। চলতি মৌসুমেও তিনি স্ট্যাম্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অনুমতি নিয়ে নালা পরিষ্কার করেন এবং সেচ পাম্প স্থাপন করেন।

তবে এতে বাধা হয়ে দাঁড়ায় চাঁদাবাজ ইউনুস মিয়া, মিরাজুল ইসলাম ও সেকেন্দার খাঁর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। তাঁদের দাবি, সেচ ব্লক করতে হলে ৩০ হাজার টাকা চাঁদা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে না পারায় ২৫ নভেম্বর রাতে তারা সেচ পাম্প এবং পাইপ চুরি করে নিয়ে যায়।

এখানেই থেমে থাকেনি ঘটনাটি। চাঁদাবাজ দলটি ইজাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধরও করে বলে অভিযোগ করেছেন তিনি।

পরদিন ২৬ নভেম্বর দুপুরে ইজাবুল মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুস মিয়া চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্লক নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। সে জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন