নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনাসংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আগামীকাল বুধবার ববি ক্যাম্পাসে কলিমুল্লাহর আসার কথা থাকলেও তা হচ্ছে না।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত রোববার ড. কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ করে ববির সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার জন্য উপাচার্যের কাছে চিঠি দেয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আওয়ামী সরকারের সব পাতানো নির্বাচনে বৈধতা দিতে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ) প্রথম সারিতে থেকে কাজ করেছে। ববি উপাচার্য ড. শুচিতা শরমিনের ঘনিষ্ঠ কলিমুল্লাহ। এ কারণে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ পদে কলিমুল্লাহর অনুসারীদের প্রাধান্য দিচ্ছেন উপাচার্য শুচিতা।