হোম > সারা দেশ > বরিশাল

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফলের ইউএনওর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের মুশরী লালবাহাদুর শাস্ত্রী প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। আল আমিনের বাড়ি বরগুনার আমতলীতে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রী প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউএনও আল আমিন মারা গেছেন।

স্থানীয় সূত্র জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার চুনাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টারের একমাত্র ছেলে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। 

গত ৬ জুন ১৫ দিনের প্রশিক্ষণে ভারতে যান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণরত অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনের অকাল মৃত্যুতে এলাকা ও পরিবারের মধ্যে শোকের ছাড়া নেমে আসে। 

তার তানিশা ও আনিশা নামে জমজ কন্যা শিশু রয়েছে। খবর পেয়েই আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম মরহুমের গ্রামের বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। 

কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও আল আমিন আমার এলাকার কৃতি সন্তান। তার এমন অকাল মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।’

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন