নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি এখন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সরব। আজ শনিবার বিকেলে এজন্য সদর উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে নগরে সমাবেশ করেছেন।
নগরভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ সড়ক আটকে এ সমাবেশ শুরু হয় বিকেল ৩টার দিকে। এর আগে দুপুর ১২টার দিকেই জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে মঞ্চ তৈরি শুরু হয়। যুবলীগের এই সমাবেশে স্থানীয় আওয়ামী লীগও প্রকাশ্যে মেয়র সাদিককে সদরের এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। সমাবেশ স্থলের আশপাশে ‘সাদিক ভাইকে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই’-এমন অসংখ্য স্লোগান সংবলিত ব্যানার দেখা গেছে।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ নেওয়াজ শাহিন সমাবেশে সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।
সমাবেশে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ নেওয়াজ শাহিন বলেন, ‘আমরা ভালো নাই। মনে হয় বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে সদর আসনের এমপি হিসেবে সাদিক ভাইকে প্রধানমন্ত্রী উপহার দেবেন বলে সদর উপজেলাবাসী আশা করেন।’
সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য হিসেবে আমরা মনোনয়ন চাই। সদর উপজেলা আওয়ামী লীগ তাকে সমর্থন করছে। তিনি বলেন, এই সমাবেশেও দুটো ভাগ। একাংশ হাতে তালি দেয়, আর একাংশ হাতে তালি দেয় না। আমাদের আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত করতে হবে। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনও একই দাবি জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, সাদিকের জন্যই কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী এবার যোগ্যদের মনোনয়ন দেবেন। যাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে তারাই মনোনয়ন পাবেন।
নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির বলেন, যারা কাঠের চশমা দিয়ে রাজনীতি করেন তাদের দরকার নেই। বরিশালবাসীর, আওয়ামী লীগ নেতা কর্মীর মনের ক্ষুধা সদর আসনের এমপি হিসেবে সাদিক আব্দুল্লাহকে দেখতে চান। এমনটি হলে সংগঠন শক্তিশালী হবে।
এ ব্যপারে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নগর সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, এবারের জাতীয় নির্বাচনে উপর দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না। এ আসনে জেবুন্নেছাকে, জাহিদ ফারুককে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা কতটা আছে? তিনি বলেন, পুলিশ কমিশনারের কাছে আবেদন করার পর ফজলুল হক অ্যাভিনিউতে তারা সমাবেশের অনুমতি পেয়েছেন।
জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সিটি নির্বাচনসহ নানা কারণে মেয়র সাদিকের সঙ্গে জাহিদ ফারুকের দূরত্ব সৃষ্টি হয়।