দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়ন থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নবজাতকের লাশ উদ্ধারের বিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আজ সন্ধ্যায় লোহালিয়া নদীর তীরে স্থানীয় লোকজন এক নবজাতকে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। তাঁরা বিষয়টি আমাকে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, ‘নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।’