হোম > সারা দেশ > ঝালকাঠি

‘নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি’

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুনের ঘটনায় এবার সামনে এল ছয় মাসের শিশুকে বাঁচানোর ঘটনা। লঞ্চে অগ্নিকাণ্ডের দিন নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুসন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছেন শিরিন আক্তার নামের এক স্থানীয় নারী। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার দৃষ্টান্তমূলক কাজের জন্য বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছেন এই নারী।

গত ২৪ ডিসেম্বর অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যাত্রী মুন্নী আক্তার তাঁর ছয় মাসের শিশু ইয়ামিনকে বাঁচাতে নদীর তীরে চরের দিকে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এ সময় দুর্ঘটনাস্থল দিয়াকূল এলাকার বাসিন্দা শিরিন বেগম নদীর চরে পানির মধ্যে শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে সন্তানদের পোশাক পরিয়ে নিজের বুকের দুধ খাইয়ে মাতৃস্নেহ ও সেবা দিয়ে শিশুটিকে সুস্থ করে তোলেন। পরে সকালে শিশুটিকে তাঁর মায়ের কাছে হাসপাতালে পৌঁছে দেন। 

শিরিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক ভালোবাসা দিয়ে আমার নিজের সন্তানের মতো শিশুটিকে বুকের দুধ খাওয়াইয়া সুস্থ করছি।’ 

শুধু তাই নয়, শিরিন বিপদগ্রস্ত যাত্রীদের নদীর তীর থেকে বাড়ি নিয়ে সেবা দিয়ে হাসপাতালে পাঠাতেও সহযোগিতা করেছেন। শিরিন আক্তার বলেন, ‘আমরা নদী থেকে যাদের পারছি উদ্ধার করে আনছি।’ 

শিরীনের এমন কাজে কৃতজ্ঞতা জানায় শিশু ইয়ামিনের পরিবার। শিশুটির বাবা বলেন, ‘স্থানীয় লোক ওরে (ইয়ামিন) পেয়ে বাড়িতে নিছে। কাপড় পরাইছে, বুকের দুধ খাওয়াইছে, তারপর পুলিশের মাধ্যমে আমার ছোট বাবুকে পাওয়া গেছে।’ 

কেবল শিরিন একাই নন, ওই রাতে দিয়াকূল, চর বাটারকান্দা গ্রামের প্রতিটি বাড়ি এবং ঝালকাঠি শহরের অসংখ্য মানুষ উদ্ধারকাজে অংশ নেন। 

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ