Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী। আজ মঙ্গলবার সকালে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্ব সুজনকাঠি হাজি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রওশনা বেগম। তিনি পূর্ব পতিহার গ্রামের ভ্যানচালক মান্নান সরদারের স্ত্রী। 

জানা গেছে, ভ্যানচালক দম্পতি পতিহার থেকে রাজিহার এলাকায় রওনা দেন। পথে আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পূর্বের একটি এতিমখানার সামনে গেলে তাঁদের ভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালকের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা নিহতের স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক