হোম > সারা দেশ > বরিশাল

জামিনে মুক্তি পেয়ে ফেরার পথে প্রাণ হারালেন তিনি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাহজাহান ব্যাপারী (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার মুলাদী উপজেলার চাঞ্চল্যকর মনির হোসেন হত্যা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন। জামিন পেয়ে ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি মুলাদীর কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মনির হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গত ৬ নভেম্বর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা শাহজাহান ব্যাপারীকে গ্রেপ্তার করে। এরপর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে পরিবারের সদস্যরা অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে জামিনে ছাড়া পেয়ে ছেলে মনিরের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। তিনি মোটরসাইকেলের ছেলের পেছনে বসা ছিলেন। সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলটি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ফরাজির বাড়ির সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। কিছু দূর যাওয়ার পর মনির বিষয়টি টের পান এবং বাবার কাছে ছুটে আসেন। এ সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শাহজাহান ব্যাপারী গুরুতর আহত হয়েছিলেন। দুর্ঘটনা স্থল সংলগ্ন একটি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, ছেলে মনির ব্যাপারীর মোটরসাইকেল থেকে হঠাৎ সড়কে পরে যান তিনি। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামে তাঁকে দাফন করা হয়।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন