হোম > সারা দেশ > বরিশাল

স্কুলছাত্র রাব্বি হত্যায় প্রধান আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্কুলছাত্র রাব্বি হাওলাদার হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) হত্যা মামলার প্রধান দুই আসামির গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রাব্বির সহপাঠী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

রাব্বির মা পারভিন বেগম, বোন লামিয়া ও সহপাঠীরা সমাবেশে অংশ নেন। তাঁরা প্রধান দুই আসামির দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

লামিয়া বলেন, ‘আসামিরা মাদক কারবারি এবং পূর্বশত্রুতার জেরে রাব্বিকে নৃশংসভাবে হত্যা করেছে। চার আসামির মধ্যে প্রধান দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে আছি, তাই দ্রুত তাঁদের গ্রেপ্তার চাই। অন্যথায় কঠোর আন্দোলনে যাব।’

স্থানীয় ও তদন্ত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার রাব্বি মাদকসেবন ও কারবারে যুক্ত ছিলেন। মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‍্যাব পৃথক অভিযানে মামলার ৩ নম্বর আসামি সাকিব এবং ৪ নম্বর আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করে। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

উল্লেখ্য, গত বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র‍্যাব পৃথক অভিযানে মামলার ৩ নম্বর আসামি সাকিব এবং ৪ নম্বর আসামি সাগর খন্দকারকে গ্রেপ্তার করে। তবে প্রধান দুই আসামি এখনো পলাতক।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ