হোম > সারা দেশ > বরিশাল

১৫-২০ জনের বহর নিয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি হাফিজ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিয়ম ভেঙে ১৫-২০ জন সমর্থক নিয়ে উপজেলা পরিষদ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নিয়েছেন বলে সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বহিরাগতদের উপস্থিতির কারণে আইনশৃঙ্খলা কমিটির সভায় অনেক বিষয়ে খোলামেলা আলোচনা করতে অস্বস্তিবোধ করেন—এমনটাই অভিযোগ একাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের।

এ ছাড়া নিয়ম লঙ্ঘন করে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণেরও অভিযোগ উঠেছে এমপির বিরুদ্ধে।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের পরিপত্র অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করবেন উপজেলা চেয়ারম্যান। স্থানীয় এমপি অতিথি হিসেবে অংশ গ্রহণ করতে পারবেন কেবল।’

গত বুধবার উপজেলা পরিষদ ও আইনশৃঙ্খলা কমিটির পৃথক দুটি মাসিক সভা হয়। পদাধিকারবলে কমিটি দুটির উপদেষ্টা হাফিজ মল্লিক সভায় উপস্থিত ছিলেন। তবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান ওই সভায় উপস্থিত ছিলেন না। সংক্ষিপ্ত সময়ে সভা ডাকায় তিনি তাতে উপস্থিত থাকতে পারেননি বলে অভিযোগ তোলেন।

উপজেলার একাধিক জনপ্রতিনিধি জানান, গত মঙ্গলবার বিকেলে তাঁদের জানানো হয়, বুধবার সকালে দুটি সভা হবে। আগে কখনো এত সংক্ষিপ্ত সময়ের নোটিশে সভা হয়নি।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘দুটি কমিটিতে পদাধিকারবলে এমপি মহোদয় সভাপতি এবং ইউএনও সদস্যসচিব হিসেবে আছেন। বুধবারের সভার বিষয়ে ইউএনও আমার সঙ্গে কোনো কথা বলেননি। আমি ঢাকায় অবস্থানকালে মঙ্গলবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সভার নোটিশ পাই।’

ইউএনও মো. সাইফুর রহমান বলেন, ‘এমপি মহোদয়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য সভা ডেকেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকায় থাকায় তাঁর সঙ্গে কথা বলা হয়নি। বিধি অনুযায়ী সভাপতির সঙ্গে পরামর্শে করেই আমাকে সভা ডাকতে হয়।’

সভায় উপস্থিত একাধিক ইউপি চেয়ারম্যান জানান, উপজেলা পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সদস্য ছাড়া অন্য কারও থাকার নিয়ম নেই। বুধবারের সভায় এমপির সঙ্গে প্রায় ২০ জন বহিরাগত ছিলেন; যাঁরা স্থানীয় রাজনীতিতে এমপির অনুসারী হিসেবে পরিচিত। তাঁদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় অনেক বিষয়ে খোলামেলা আলোচনা করতে চেয়ারম্যানরা অস্বস্তিবোধ করেন।

উপজেলার দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ মিলন বলেন, ‘এর আগের কোনো সভায় কমিটির সদস্য ছাড়া বাইরের কেউ থাকতেন না। বুধবারের সভায় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের নেতা রাজিব তালুকদার ও নাসির মাঝিসহ ১৫ জনের বেশি এমপির সঙ্গে সভাস্থলে প্রবেশ করেন এবং পুরো সময় তাঁরা অবস্থান করেন।’

কলসকাঠি ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না বলেন, ‘বহিরাগতরা সভাস্থলের সামনের সারিতে বসেন। সদস্য হয়েও আমাকে পেছনের সারিতে বসতে হয়েছে। পরিবেশটা ছিল অস্বস্তিকর; যে কারণে গোপনীয় কোনো বিষয় সভায় আলোচনা করতে পারিনি। এমপি এ নিয়ম অব্যাহত রাখলে ভবিষ্যতের সভাগুলোয় ইউপি চেয়ারম্যানেরা যাবেন না।’

সভার বিষয়ে ইউএনও সাইফুর রহমান বলেন, ‘আগের কোনো সভায় বহিরাগতরা থাকতেন না। বুধবারের সভায় এমপির সঙ্গে ১৫ জনের মতো ঢুকেছেন। এমপির লোক হওয়ায় আমি তাঁদের বাইরে যেতে বলিনি।’

অভিযোগের বিষয়ে জানতে মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তাঁর সাড়া মেলেনি।

তবে তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজিব তালুকদার বলেন, ‘উপজেলার সভায় আমরা কয়েকজন এমপির সফরসঙ্গী ছিলাম। এটি যে নিয়মবহির্ভূত তা আমাদের জানা নেই। আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বিষয়ে জানা নেই। বিষয়গুলো এমপিকে অবহিত করব।’

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সেকশন