Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

মাদ্রাসাছাত্রের হাত-পা-মুখ বাঁধা ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মাদ্রাসাছাত্রের হাত-পা-মুখ বাঁধা ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

বরগুনার পাথরঘাটায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণের পর নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ কিশোরের বাবা। পুলিশ বলছে, ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

নিখোঁজ মাদ্রাসাছাত্রের নাম হাসিবুল ইসলাম (১৪)। সে পাথরঘাটার সদর ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার। তিনি বলেন, ‘কিশোর ওই মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে।’ 

কিশোর হাসিবের বাবা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন ধরে আমি অসুস্থ থাকায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে আমার দোকানে হাসিব বসত। পরে শুক্রবার রাত ৯টার দিকে হাসিবকে বাড়িতে আসার জন্য ফোনে কথা বলি। তখন হাসিব আমাকে বলে, দোকান আটকানো হয়েছে, বাড়িতে আসতাছি। কিন্তু অনেক রাত হলেও বাড়িতে না আসলে আবার ফোন করি, কিন্তু ওর ফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করার সময় প্রতিবেশী রিমন জানায়, হাসিবকে অপরিচিত একজন পূজা দেখানোর জন্য নিয়ে গেছে। রিমনকেও যেতে বলেছিল কিন্তু সে যায়নি।’ 

তিনি আরও বলেন, ‘পরদিন শনিবার সকালে নিকট আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান হাসিবের মেলেনি। পরে শনিবার সন্ধ্যায় হাসিবের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে শনিবার রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করি।’ 

শফিকুল ইসলাম আরও বলেন, ‘মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় রোববার বিকেলে আমার ভাই মনিরের মোবাইলে হাসিবকে নির্যাতনের পর হাত, পা ও মুখ বাঁধা দুটি ভিডিও পাঠিয়েছে অপহরণকারীরা। ওখানে হাসিবুলের গোঙানোর শব্দ পাওয়া গেছে। পুরো পরিবার দুশ্চিন্তায় আছি।’

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪