Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় টয়লেট থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলায় টয়লেট থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

ভোলায় বাসার টয়লেট থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ভোলা শহরের ৬ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মো. আবুল কালামের মেয়ে।

বাড়ির মালিক জামাল গোলদার দাবি করে বলেন, দুপুরের দিকে ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোনিয়া।

বাসার মালিক জানায়, দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচতলায় নেমে আসে সোনিয়া। ফিরতে দেরি হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখে টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ ঝুলছে। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। তবে, গলায় ফাঁস দেওয়ার কোন কারণ কেউ জানাতে পারেনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সোমবার রাতে আজকের পত্রিকাকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে, তাঁর শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪