পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ রোববার ওই গৃহবধূর বাবা থানায় হত্যার অভিযোগ দিয়েছেন।
মৃত নুপুর রানী সদর উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শিকারপুররের হারিদাস কুন্ডের স্ত্রী।
অভিযোগে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটী বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সঙ্গে শিকারপুররের মান্তি কুন্ডের ছেলে হারিদাস কুন্ডের সঙ্গে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়। রোববার ভোরে তাঁর মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোনে নুপুরের অসুস্থতার কথা জানান। অসুস্থ অবস্থায় নুপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা কালিদাস বিশ্বাস বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে নাটক সাজানো হয়েছে সে মারা গেছে। আমি এই পরিকল্পিত হত্যার বিচার চাই।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও নিহতের পিতার অভিযোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।