হোম > সারা দেশ > বরিশাল

কলেজছাত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে থানায় ছাত্রলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মোবাইল ফোনে ডেকে নিয়ে সায়মা পারভীন নামের এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আলী ইমাম খান অনু (২৮) থানায় আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে শহরের ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের পর ওই ছাত্রলীগ নেতা নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হত্যার কথা জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে।

পুলিশ জানায়, ঝালকাঠি শহরের টিনপট্টি সড়কের দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু ২০২১ সালের ২ সেপ্টেম্বর গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। বিয়ের পর থেকে তাঁরা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকতেন।

আলী ইমাম খান অনুর বরাত দিয়ে পুলিশ জানায়, সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করতেন বলে অনু জানতে পারেন। গতকাল রোববার রাতে নিজের ফেসবুকে ‘স্ত্রী পরকীয়ায় আসক্ত’ লিখে স্ট্যাটাস দেন। আজ সোমবার বেলা ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকোপার্কে ডেকে নেন অনু।

সেখানে ফেসবুকে তানহার চ্যাটিং নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অনু ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অনু তাঁর ফেসবুকে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি, ‘ইতিবাচক’ বললেন স্থানীয়রা

কলাপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে ডাকাতি

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

সেকশন