বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরা ও পরিত্যক্ত আসবাবপত্রও পুড়ে গেছে।
জানা গেছে, ছাত্রাবাসের ডাইনিং কার্যক্রম বন্ধ রয়েছে। খোলা সেই পরিত্যক্ত কক্ষে ছাত্ররা বাইসাইকেল রাখেন। ছাত্রদের তথ্যমতে, ডাইনিং ভবনের টিনের ছাউনি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। হলের শিক্ষার্থীরা তখনই পাশের পুকুর থেকে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
শিক্ষার্থীরা জানান, ডাইনিং ভবনের ডান পাশের কর্নার থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন পুরো ছাউনি এবং ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমরা সতর্ক আছি।’
বরিশাল ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা ভবনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।