পবিত্র রমজান মাসে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ শনিবার বিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।
শফিকুল ইসলাম বলেন, ‘শতভাগ পেশাদারির মাধ্যমে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনোভাবেই দায়িত্ব অবহেলা করা যাবে না। যার ওপর যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও কোনো অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না।’
এ ছাড়া তিনি সড়কে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র কার পার্কিং ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা দেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।