বরগুনার তালতলী উপজেলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে আজ সোমবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া জব্দ করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।
কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিম শাহরিয়ার জানান, তালতলী উপজেলার বিশখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকায় পাথরঘাটা থেকে তালতলী গমনকারী এম ভি পাথরঘাটা যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ হতে তিনটি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফাহিম শাহরিয়ার আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া তালতলি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।