হোম > সারা দেশ > বরিশাল

ঈগল মার্কাই নৌকা, নৌকা মার্কাই ঈগল: এমপি পংকজ নাথ

হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ বলেছেন, ‘ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল। আজ বৃহস্পতিবার সকালে হিজলায় এক নির্বাচনী আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারে বের হন পংকজ নাথ। উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে ঈগল মার্কার সমর্থনে প্রচারে নামেন তিনি। বঙ্গবন্ধু ম্যুরালে সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর হয়ে খুন্না বাজার ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। তখন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনা সভা করেন করেন তিনি।

পংকজ নাথ এ সময় বলেন, ‘যখন নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চাই। ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ঈগল।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান প্রমুখ।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন